হাতীবান্ধায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০১ আগস্ট ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পানিতে ডুবে শিশু মুন্না (৪) ও মানসিক রোগী হাফিজুল ইসলাম (৩৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব-সারডুবি গ্রামে ও উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মুন্না উপজেলার পূর্ব-সারডুবি গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে এবং সে স্থানীয় মিলন বাজার আমেনা খাতুন বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। একই উপজেলার হাফিজুল বাড়াই পাড়া গ্রামের তফসির উদ্দিনের ছেলে। হাফিজুর মানসিক রোগী বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, উপজেলার পূর্ব-সারডুবি গ্রামে মুন্নাসহ আর কয়েকজন শিশু তার বাড়ির পার্শ্বে একটি পানি ভরা খোলা জমিতে খেলতে যায়। খেলতে খেলতে তাদের অগচরে থাকা জমির মাঝে গর্তে হঠাৎ মুন্না পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে, উপজেলার বাড়াই গ্রামে হাফিজুলকে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্বের একটি পুকুরে পানিতে ভাসতে দেখে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ধীমান রায় জানান, শিশু মুন্না ও হাফিজুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

রবিউল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।