ত্রাণ নিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে ফেরার পথে বন্যার পানিতে ডুবে সিরাজ মন্ডল(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সিরাজ মন্ডল গুনারীতলা ইউনিয়নের বাকুরচর গ্রামের মৃত ইলি মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গুনারীতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। ওই বিদ্যালয়ে ত্রাণ নিতে যায় সিরাজ মন্ডল। সন্ধ্যায় ত্রাণ নিয়ে বন্যার পানির মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল সিরাজ। এ সময় বন্যার পানির স্রোতে ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে সেখানেই সিরাজ মন্ডলের মৃত্যু হয়।
এ ব্যাপারে গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদনী আয়না মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুভ্র মেহেদী/এএম/এবিএস