আটোয়ারীতে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিখোঁজের একদিন পর মো. লাবু (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাথরতোলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।
মো. লাবু ওই এলাকার বাবুল হোসেনের ছেলে এবং বার আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে লাবু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যার পরও সে ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। পুকুরে ডুবে যেতে পারে এমন সন্দেহে রাতেই পঞ্চগড় দমকল বাহিনীকে খবর দেয় পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে রংপুর দমকল বাহিনীর ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় দমকল বাহিনীর ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক বলেন, পুকুরের পানির তলদেশে কিশোরের মরদেহ থাকতে পারে পরিবারের পক্ষ থেকে এমন সন্দেহের কথা জানালে আমরা রংপুর দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেই।
মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ওমর আলী পানিতে ডুবে ওই কিশোরের মৃতুর খবর নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এসএস/আরআইপি