আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য মন খুলে দোয়া করবেন


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০২ আগস্ট ২০১৬

তিস্তা চরের বানভাসী মানুষদের দেখতে গিয়ে দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যায় বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না, মানুষ ঘরবিহীনও থাকবে না। আপনারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মন খুলে দোয়া করবেন।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা চরে দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে নদীভাঙন ও বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Lal

তিনি বলেন, তিস্তা চরের মানুষ রিলিফ চায় না, চায় বাম তীরে বাঁধ। এই এলাকার একটি সমস্যা হল তিস্তার বাঁধ। যারা নদীতে ঘরবাড়ি ভেঙে অসহায় অবস্থায় বাঁধে আশ্রয় নিয়েছে তারা কষ্টে আছেন। এসে স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না তারা কত কষ্টে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে লালমনিরহাটের বানভাসী মানুষদের আরো ৯ লাখ টাকা ও তিনশ বান্ডিল টিন বরাদ্দ দেয়া হবে।

মন্ত্রী বলে, আপনারা বন্যার্ত ভূমিহীনদের পরিবারের তালিকা পাঠান; একটু ধৈর্য ধরুন আমরা পর্যায়ক্রমে ঘর করে দেয়ার ব্যবস্থা করবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান।

রবিউল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।