ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কপোতাক্ষ নদের সেতুটি


প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৪ আগস্ট ২০১৬

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন শত শত বাস-ট্রাক সেতুটির উপর দিয়ে চলাচল করছে। যে কোনো মুহূর্তে এই সেতুতে বড় দুঘর্টনা ঘটতে পারে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

জানা গেছে, ১৯০৭ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৯ মিটার এই সেতুটি নির্মাণ করে। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আমদানি-রফতানি করা কয়েকশ` পণ্য বোঝাই ট্রাক। এছাড়া বেনাপোল থেকে যশোর, ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহগামী বাস চলাচল করে থাকে।

অথচ গুরুত্বপূর্ণ এই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির উপর ফাটল দেখা গেলে উপরিভাগ কার্পেটিং করে দেয়া হয়। কিন্তু এর দু’পাশের রেলিং ভেঙে গেছে। যানবাহন চললে সেতুটি দোলে। কিছু স্থানে দেবে গেছে। যে কারণে এ সেতু দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে।

Benapole

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত সেতুটি বছর তিনেক আগে বিশেষজ্ঞরা জরিপ করে পুনঃনির্মাণের জন্য মতামত দিয়েছিলেন। কিন্তু সেই সুপারিশ আর বাস্তবায়ন হয়নি।

ঝিকরগাছার বাসিন্দা মাসুদ আলম জানান, শত বছর আগে কপোতাক্ষ নদের উপর সেতুটি করা হয়েছিল। কিন্তু সেতুটির আগের অবস্থায় নেই। প্রতিদিন শত শত বাস-ট্রাক সেতুটির উপর দিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে এই সেতুতে বড় দুঘর্টনা ঘটতে পারে।

গত বছর সেতুর উপর দিয়ে যোগযোগমন্ত্রী সাতক্ষীরায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন সওজের সহযোগিতায় তড়িঘড়ি করে উপরিভাগ সংস্কার করে। কিন্তু এর নিচে নড়বড়ে অবস্থা। গাড়ি চললে সেতুটি কাপে।

এ ব্যাপারে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ইকবাল জানান, ঝিকরগাছার সেতুটি পুনঃনির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে সেতুটি নতুনভাবে নির্মাণ করা হবে।

জামাল হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।