কোম্পানীগঞ্জে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের চৌধুরীর হাটে যুবলীগ কর্মী আবু সুফিয়ানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী আজাদ ও তার দল।
বৃহস্পতিবার রাত ১০টায় চৌধুরীর হাট থেকে বাড়ী ফেরার পথে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। নিহত আবু সুফিয়ান চৌধুরীর হাট এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল জানান, ২০১৩ সালে চায়না প্রবাসী ও যুবলীগ নেতা মারুফকে গুলি করে সন্ত্রাসী আজাদ ও তার সহযোগীরা। নিহত আবু সুফিয়ান যুবলীগ নেতা মারুফ হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিবাদী ছিলেন। মারুফ হত্যা মামলার আসামি সন্ত্রাসী আজাদ বুধবার জামিনে বেরিয়ে বৃহস্পতিবার রাত ১০টায় যুবলীগ সমর্থক আবু সুফিয়ানকে হত্যা করে।
কোম্পনীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ রাতেই সন্ত্রাসী আজাদের বাড়ি তল্লাসি করে ৯ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
মিজানুর রহমান/এফএ/এবিএস