কালুখালীতে ট্রলার ডুবে নিখোঁজ ৭


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৫ আগস্ট ২০১৬

রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে একটি যাত্রীবাহি ট্রলার ডুবিতে ৭ যাত্রী নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে তিন জন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

নিখোঁজরা হলেন, শিশু হাসনা (৪), রাজু (৬), রাহুল (৪), ফরিদা, হালিমন, বেগম ও দুলাল।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনগণ অংশ নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাবার জন্য রওনা দিলে কিছুদূর যাবার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও এখন পর্যন্ত ৫ জন যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কালুখালী থানা পুলিশের ওসি নূরে আলম ফকির জানান, স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তাছাড়া খুলনা থেকে ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে উদ্ধার কাছে অংশ নেবার জন্য।

 

রুবেল/এমএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।