দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৬ আগস্ট ২০১৬

পদ্মার ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের চারটি ফেরি ঘাটের চারটিই বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে যাতে যানবাহন চলাচল করতে পারে সেজন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।

এর আগে ৩ নম্বর ঘাটটি চালু থাকলেও ভাঙন অব্যাহত থাকায় সেটিও রোববার সকালে বন্ধ হয়ে যায়। ফেরি ঘাট বন্ধ ও ঘাট সমস্যার কারণে বড় রো রো ফেরি চলাচল করতে না পারায় যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দৌলতদিয়ায় শতাধিক যানবাহন অাটকা পড়েছে। ফলে এসব যানবাহনের যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

বিঅাইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক অাবু অাব্দুল্লা জানান, ১, ২, ৩ ও ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ঘাট সমস্যার কারণে ছোট কে টাইপের ইউটিলিটি ফেরি চলাচল করছে।

শনিবার রাত সোয়া ১১টার দিকে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম স্বাক্ষরিত পত্রে বলা হয়, পদ্মা নদীতে তীব্র স্রোত এবং নদী ভাঙনের ফলে দৌলতদিয়া ঘাটে লোড অানলোড বন্ধ রয়েছে। ফলে ফেরি দিয়ে নদী পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চালকদের দৌলতদিয়া ঘাট ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।      

রুবেল/আরএস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।