বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৭ আগস্ট ২০১৬

বগুড়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। এদের মধ্যে নন্দীগ্রামে একজন, সারিয়াকান্দিতে একজন রয়েছেন।

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সোলাইমান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কয়েকজন শ্রমিক জমিতে ধানের চারা রোপনের কাজের উদ্দেশ্যে নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের মতিউর রহমানের বাড়িতে আসেন। বিকেলে শ্রমিক সোলাইমান আলী কাজ শেষ করে গোসল করে ভেজা কাপড় শুকানোর জন্য বাড়ির পাশে বৈদ্যুতিক তারের উপর দিতে যান। এসময় বিদ্যুতের তারের সঙ্গে আটকে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাকোবাড়ি শিবনাথেরবশ গ্রামে। এসময় তাকে বাচাতে পাশে থাকা শ্রমিকেরা ছুটে এসে তার শরীরে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তারাও মাটিতে পড়ে যান। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন, দলগাছা গ্রামের মিলন আহমেদ, নাগেশ্বরী উপজেলার বাকোবাড়ি শিবনাথেরবশ গ্রামের শ্রমিক হাসেন আলী, আব্দুল হাকিম।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই দিন দুপুরে সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে টুটুল প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে।

সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।