প্রাইমারি স্কুলের শিক্ষক এনজিও প্রধান!


প্রকাশিত: ০৪:০২ এএম, ০৮ আগস্ট ২০১৬

সাতক্ষীরায় সরকারি চাকরিবিধি ও এনজিও ব্যুরোর নীতিমালা লঙ্ঘন করে এক ব্যক্তি একই সঙ্গে একটি এনজিওর সভাপতি ও নির্বাহী পরিচালক এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন।

জানা গেছে, আশাশুনি উপজেলার শ্রীকলস গ্রামের আবুল কালাম আজাদ উপজেলার দক্ষিণ চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একই সঙ্গে তিনি বঞ্চিত গণমানুষ কেন্দ্র-জগজ্জন (বিগকেজ) নামে একটি বেসরকারি সংস্থার সভাপতি ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, স্কুল চলাকালীন তিনি বেশির ভাগ সময়ই এনজিও সংস্থার কাজে ব্যস্ত থাকেন।

শিক্ষক আবুল কালাম আজাদ একই সঙ্গে দুই পদে দায়িত্ব পালনের কথা স্বীকার করে বলেন, এতে অসুবিধা নেই।

আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একই সঙ্গে দুই পদে থাকার সুযোগ নেই। অভিযোগটি সঠিক হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। স্কুলে অনুপস্থিতির অভিযোগে একবার তাকে শোকজ করা হয়েছিল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।