স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৮ আগস্ট ২০১৬

পাবনা পৌর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আমিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্বজন জিয়াউল করিম সুমন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় প্রভাবশালী একটি মাদক ব্যবসায়ী চক্র ২৩ জুলাই রাতে আমিনকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ২ জনকে আটক করলেও অন্যতম প্রধান আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে আত্মগোপনে থেকে আমিনের পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে প্রাণনাশসহ নানা ধরণের হুমকি দিচ্ছে আসামিরা। এক্ষেত্রে তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নিহত আমিনের স্ত্রী ফারজানা পারভীন জবা, বাবা বাবুল প্রামাণিক, মা আনোয়ারা বেগম ও বোন ফাতেমা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।