সবজি ক্ষেতে যুবকের মরদেহ
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে এনামুল হক বাবুর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামে সীমা নামে এক মেয়েকে এনামুল হক বাবু বিয়ে করে। সংসারে তাদের এক কন্যাসন্তান হয়। এরপর ৪/৫ মাস আগে এনামুল ছোট ফুলবাড়ী বার্ণিঘাট এলাকায় মোবাইল ফোনে সম্পর্ক করে আরেক মেয়েকে বিয়ে করে। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তার পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়।
দ্বিতীয় বিয়ে করায় আগের স্ত্রী সীমা আদালতে এনামুলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এনামুলকে জেলহাজতে পাঠানো হয়। উভয়পক্ষ আপস করলে শনিবার এনামুল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে।
এরপর রোববার সন্ধ্যায় এনামুল দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সোমবার নিজ গ্রামের একটি সবজি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এআরএ/পিআর