ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা


প্রকাশিত: ০৫:৩২ এএম, ১০ আগস্ট ২০১৬
ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সরস্বতী রানী (৪৫) এবং মেয়ে ফাল্গুনী রানী (১৫) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার এলাকা থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে পুলিশ।

সরস্বতী রাণী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী ও তার মেয়ে ফাল্গুনী রানী আদর্শ কলেজপাড়া কলোজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, মঙ্গলবার রাত ৭ টায় ফুলবাড়ী উপজেলার বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার এলাকায় ট্রেনে কাটা পড়া দুই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ রাত সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে।

রাতে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করলে মৃত দুই নারী মা ও মেয়ে বলে জানা যায়। পারিবারিক কোন্দলের জের ধরে মা ও মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।