ভোলায় ত্রাণ নয় অস্তিত্ব রক্ষার আহ্বান


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১০ আগস্ট ২০১৬

মেঘনার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভোলায় নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা জেলা সদরের রাজাপুর ইউনিয়ন বিলীন হতে চলেছে। ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে শত শত পরিবার।

‘দাবি ত্রাণ নয়, অস্তিত্ব রক্ষায়-ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা চাই। আমরা রাজাপুরবাসী, আমাদের রক্ষা করুন’ স্লোগানে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন রাজাপুরবাসী।  

ভাঙন রোধে জিইও ফেলে দ্রুত ব্লক স্থাপনের দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। এ সময় সমাবেশে ঘর-বাড়িহারা কয়েক হাজার মানুষ নদী পাড়ে জড়ো হয়।   

জানা গেছে, তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা বাঁধ। মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষায় সদর উপজেলার ইলিশা ইউনিয়নে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিইও ব্যাগ দিয়ে বাঁধের কাজ শুরু হলেও তা ধীরগতিতে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজাপুর ইউনিয়নের মেম্বার মো. মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কামাল হোসেন, মজনুর জমাদার, রুহুল আমিন, আমির হোনের, বিল্লাল খান প্রমুখ।

গত এক সপ্তাহের ভাঙনে প্রায় এক হাজার পরিবারের ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ২ কিলোমিটার সড়ক, শত শত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, রাজাপুরের ভাঙন ঠেকাতে চেষ্টা চলছে।  

অমিতাভ অপু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।