বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১১ আগস্ট ২০১৬

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় আলী মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আলী মণ্ডল ওই উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ভান্ডার কাফুরা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ধুনট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক হয়ে মালবাহী একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের দিকে আসছিল। পথিমধ্যে ভান্ডার কাফুরা এলাকায় পৌঁছালে ট্রাকটি ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।