আন্দোলন ঠেকানোর চেষ্টা করলে পরিণাম হবে ভয়াবহ


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১১ আগস্ট ২০১৬

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে ফুলবাড়ীর গণআন্দোলন ঠেকানো যাবে না। পক্ষান্তরে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ফুলবাড়ীসহ ছয় থানার জনগণ আবারো আরেকটি ২৬ শে আগস্টের মতো গণআন্দোলন গড়ে তুলবে এবং তা সরকারের জন্য ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।
 
বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ীতে জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৬ শে আগস্ট এক দশক পূর্তি হচ্ছে ফুলবাড়ী গণআন্দোলনের। এখন পর্যন্ত সরকারের সঙ্গে হওয়া ৬ দফা চুক্তি বাস্তবায়ন হয়নি। পক্ষান্তরে এশিয়া এনার্জির কতিপয় দালালরা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। শুধু তাই নয়, ফুলবাড়ী গণ আন্দোলনকে রুদ্ধ করার জন্য আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

অথচ ২০০৬ সালের ২৬ শে আগস্টের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে ঘোষণা দিয়েছিলেন ৬ দফা চুক্তি বাস্তবায়ন না হলে এর পরিনাম হবে ভয়াবহ। কিন্তু আজ তিনি প্রধানমন্ত্রী হয়ে সে কথা ভুলে গেছেন। তাই আমরা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে বলতে চাই আপনি ওয়াদা রক্ষা করে ৬ দফা চুক্তি বাস্তবায়ন করবেন। তা না হলে এর পরিণামও হবে ভয়াবহ। সর্বশেষ তিনি আগামী ২৬শে আগস্টের মধ্যে ৬ দফা চুক্তি বাস্তবায়নের জন্য এবং আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বর্ধিত সভায় ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন নান্নু, দিনাজপুর জেলা শাখার সদস্য সিরাজুল ইসলাম সবুজ, ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ নারায়ন প্রমুখ।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।