তারেক-মিশুকের দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৩ আগস্ট ২০১৬

প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরের স্মরণে দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের জোকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এছাড়া স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।
 
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন কচি, জেলা কমিনিস্ট পার্টির সভাপতি আজাহারুল ইসলাম আরজু, বারসিক প্রতিনিধি বিমল রায়, যমুনা টেলিভিশন ও জাগো নিউজ প্রতিনিধি বি.এম খোরশেদ, বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগারের যুব কমিটির সভাপতি ও সাংবাদিক রিপন আনসারী, বঙ্গবন্ধু  সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ।

পরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারেক মাসুদ-মিশুক মুনীর স্মরণে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্গন প্রতিযোগিতা। সন্ধ্যায় তাকের মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় মর্মাান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন।

বি.এম খোরশেদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।