কাঞ্চন নদীতে গোসল করতে গিয়ে তিন ছাত্রের মৃত্যু


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৩ আগস্ট ২০১৬

দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পূর্ণভবা (কাঞ্চন) নদীতে গোসল করতে গিয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।

তারা হলো- শহরের বাবলুয়াডাঙ্গা এলাকার মেহেদি হাসান পলাশ (১৫) ও তুর্য (১৫)। অপর একজনের পরিচয় জানা যায়নি। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বেলা ১টার দিকে তিন বন্ধু মিলে বালুয়াডাঙ্গা নতুন ব্রিজের কাছে পূর্ণভবা (কাঞ্চন) নদীতে গোসল করতে যায়। এসময় নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা নদীতে উদ্ধার কাজে নামে। এরপর দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।