উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর মধ্যে আবির (৪) ওই গ্রামের হারুন অর রশীদ মাস্টারের ছেলে এবং দুর্জয় (৭) একই এলাকার রাজু পোদ্দারের ছেলে।
উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে ওই দুই শিশু খেলছিল। এসময় এক শিশু পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়।
পরে স্বজনরা শিশু দুটিকে উদ্ধার করে নিকটবর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাইফ আমীন/এফএ/পিআর