ধুনটে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৫ আগস্ট ২০১৬

বগুড়ার ধুনটে ইয়াবাসহ হাবিব বাবু (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিব বাবু সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ধুনট পৌরসভা এলাকায় মোটরসাইকেল নিয়ে মাদকাসক্তদের কাছে ইয়াবা বিক্রি করছিল হাবিব বাবু। এসময় ধুনট থানা পুলিশ খবর পেয়ে তাকে পৌরসভার পশ্চিম ভরণশাহী এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার করে। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

হাবিব বাবু নিজেকে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দাবি করে বলেন, ধুনট থানায় আটক এক বন্ধুকে দেখতে আসলে পুলিশ তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে। তার কাছে কোনো মাদক ছিল না।

কাজিপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম বলেন, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গত ৩০ জুলাই হাবিব বাবুকে দলের সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক বিক্রির সময় হাবিব বাবুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।