মিথ্যা মামলায় একটি পরিবার ঘরছাড়া


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৮ আগস্ট ২০১৬

নওগাঁর আত্রাইয়ে নারকেল গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টাকা চুরির মিথ্যা মামলায় পুলিশের ভয়ে একটি পরিবার ঘরছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ভবানিপুর গ্রামের জনাব মন্ডল ও তার প্রতিবেশী মৃত লজিরের স্ত্রী জোৎস্না বেওয়ার মধ্যে বাড়ির সীমানায় থাকা একটি নারকেল গাছ নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্ট দুপুরে ওই গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি হয়। এতে জাকের আলীসহ উভয় পক্ষের দুই/তিনজন আহত হন।

মারামারির বিষয়টি মীমাংসার জন্য ১১ আগস্ট স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জাকের আলীর চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কিন্তু জনাব আলীর পক্ষ তিন হাজার টাকার বেশি না দিতে চাইলে মীমাংসা হয়নি। পরে বিকেলে আত্রাই থানায় এই ঘটনায় ৬০ হাজার টাকা ছিনতাই, মারপিটসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে এমন অভিযোগে জোৎস্না বেওয়া একটি মামলা করেন।

মামলার আসামিরাহলেন- জনাব মন্ডল, তার স্ত্রী মঞ্জুয়ার বিবি, জনাব মন্ডলের ছেলে মমিন মন্ডল ও জনাব মন্ডলের শালিকা এনুকা বিবি।

স্থানীয় শাহাগোলা ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, দুই পক্ষের মতের ভিত্তিতে বৈঠক অনুষ্ঠিত হয়। জোৎস্না বেওয়াদের চিকিৎসা বাবদ ৮ হাজার টাকা খরচ হলেও ৫ হাজার টাকা দেয়ার রায় দেয়া হয়। কিন্তু জনাব মন্ডল জরিমানার রায় না মানায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।

জোৎস্না বেওয়ার ছেলে জাকের আলী জানান, তাদের ওই গাছ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জনাব মন্ডলের পরিবারের লোকজন তাদের বেধড়ক মারপিট করে নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে যান তারা।  

এদিকে, জনাব মন্ডল জানান, তার কিশোর ছেলে মমিন মন্ডলকে যুবক দেখিয়ে ও টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ করে পুলিশ দিয়ে হয়রানি করছে। এতে তাদের ঘরছাড়া হয়ে জীবনযাপন করতে হচ্ছে। এতে তার ছেলের পড়াশুনার ব্যাপক ক্ষতি হচ্ছে। ওই নারকেল গাছটি তাদের বলে জানান।

ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, মমিন মন্ডল তাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সনদপত্র অনুযায়ী ১২ থেকে ১৩ বছর হবে। ওই ঘটনার পর থেকে সে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।