পুকুরে ডুবে এএসআইয়ের মৃত্যু
জয়পুরহাট পুলিশ লাইনসের পুকুর থেকে জেলা ডিবি পুলিশের এএসআই শাহ আলমের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোসল করার জন্য ব্যারাক থেকে এএসআই শাহ আলম বের হয়ে আর ফেরেননি। পরে সন্ধ্যায় পুকুর পাড়ে তার গামছা, লুঙ্গি ও জুতা দেখতে পায় তার সহকর্মীরা।
এরপর অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৯টার দিকে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পানিতে ডুবেই এএসআই শাহ আলমের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
শাহ আলম জয়পুরহাট গোয়েন্দা পুলিশে প্রায় এক মাস আগে যোগদান করেন। তিনি পাবনার চাটমোহর উপজেলার চরনবিন গ্রামের জহির রায়হানের ছেলে।
রাশেদুজ্জামান/বিএ