অবশেষে বই পেল তিস্তা পাড়ের শাহানাজরা


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২০ আগস্ট ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা নদীর বানভাসী একাদশ শ্রেণির হাসানুজ্জামান ও শাহানাজ খাতুনকে শিশু ও যুব ফোরাম থেকে বিনামূল্যে বই দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের মন্ডলবাজার এলাকায় তাদের বই প্রদান করা হয়।

জানা গেছে, এবারের বন্যায় তাদের ঘর-বাড়ি আসবারপত্র বিলীন হয়ে যায়। এসময় প্রায় ৫ হাজার পরিবার বাঁধের উপর আশ্রয় নেয়। গাইড বাঁধের উপর আশ্রয় নেয়া সামছুল হকের (৫০) ছেলে হাসানুজ্জামান (১৭), তিস্তা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ুয়া তাহের আলী (৬৫), মেয়ে শাহানাজ খাতুনে (১৭) বই প্রস্তক বন্যায় ভেসে যায়। তারা অনেক কষ্টে কলেজে ভর্তি হলেও বইয়ের অভাবে পড়াশুনা ও কলেজে যেতে পারছিল না।

খবর পেয়ে সানিয়াজান ইউনিয়ন শিশু ও যুব ফোরাম নিজ উদ্যাগে বই কিনে তাদের হাতে তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন সানিয়াজান ইউনিয়ন শিশু ও যুব ফোরামের সভাপতি উমর ফারুক, সহ-সভাপতি  লিটন মিয়া, কেশিয়ার শাহ আলম মিয়া আরও ফোরামের সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, বন্যায় স্কুল ভেঙে যায় সে সব শিক্ষার্থীদের নিয়ে অস্থায়ী পাঠশালা চালু করেছে সানিয়াজান ইউনিয়ন শিশু ও যুব ফোরাম।
 
বরিউল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।