সহপাঠীদের বই ধার করে জিপিএ-৫ পেল শারমিনা


প্রকাশিত: ১০:০৩ এএম, ২১ আগস্ট ২০১৬

দারিদ্র্যতা দমাতে পারেনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের শারমিনা খাতুনের সাফল্যকে। সহপাঠীদের বই ধার করে জীবননগর মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কারিগরি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে শারমিনা খাতুন।

এর আগে ২০১৪ সালে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে শারমিন। উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের শারমিনা খাতুনের ভূমিহীন দিনমজুর বাবা নজরুল ইসলামের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। জন্মের পর থেকেই সংসারে শুধু অভাব-অনটনই দেখেছে শারমিনা।

বলা যায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তার বেড়ে ওঠা। খেয়ে না খেয়ে প্রতিনিয়ত সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যেতে হয়েছে তাকে। কলেজে যাওয়ার জন্য একটিই মাত্র পোশাক ছিল তার। তার কোনো গৃহশিক্ষক ছিল না। বই না থাকায় শারমিনা সহপাঠীদের কাছ থেকে বই ধার নিয়ে লেখাপড়া করেছে।

পরীক্ষার আগে বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ ফটোকপি করে লেখাপড়া চালাতে হয়েছে তার। খাতা-কলমের জন্যও অন্যের সহায়তা নিতে হয়েছে। এমনকি লেখাপড়ার খরচ চালাতে তাকে টিউশনিও করতে হয়েছে। ভয় ছিল বাবা-মায়ের আর্থিক অসামর্থ্যের কারণে বন্ধ হয়ে যাবে তার লেখাপড়া।

কিন্তু শিক্ষকদের উৎসাহ এবং জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান কিছু বইপত্র কিনে দেয়াসহ অর্থনৈতিকভাবে সহযোগিতা করায় লেখাপড়া চালিয়ে যেতে পেরেছে শারমিনা। এছাড়া মা মধুমালা খাতুন বাড়িতে হাঁস, মুরগি, ছাগল পালন এবং কাঁথা সেলাই করে যা আয় করতেন তা দিয়েই মেয়ের লেখাপড়ার খরচ জোগানোর চেষ্টা করেছেন।

এরকম বৈরী পরিবেশও শারমিনার লেখাপড়া দমাতে পারেনি। অন্তহীন সমস্যা নিয়ে অভাবের সঙ্গে লড়াই করে জীবন সংগ্রামে জয়ী হয়েছে শারমিনা। ভবিষ্যতে প্রকৌশলী হতে আগ্রহী সে। কিন্তু আর্থিক অসচ্ছলতা তার স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা হয়ে দেখা দিয়েছে। অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে তার।  
    
শারমিনার কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দীন জানান, তার মেধা দেখে কলেজ থেকে যথাসাধ্য সহায়তা করা হয়েছে। পরীক্ষায় ফরম পূরণের টাকাও নেয়া হয়নি। কিন্তু ভবিষ্যতে মেয়েটির লেখাপড়ার কি হবে তা ভেবে তারা শঙ্কিত। তিনি গরীব ও মেধাবী ছাত্রী শারমিনার পাশে এসে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

সালাউদ্দীন কাজল/এএম /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।