বরগুনায় তিন ভুয়া ডিবি পুলিশ আটক


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৩ আগস্ট ২০১৬

বরগুনায় তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনা সদর ইউনিয়নের রায়েরতবক গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

তবে আটকদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরিচয় এবং উদ্দেশ্য গণমাধ্যম কর্মীদের জানানো হবে বলে জানিয়েছেন বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম।

রায়েরতবক গ্রামের স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে তিনজন ডিবি পুলিশ পরিচয়ে সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বনি আমীন (৩০) নামের একজনকে আটক করে হাতে হাতকড়া পড়ান। বনি আমীন হেউলিবুনিয়া গ্রামের আবদুর রশীদের ছেলে। পরে ভুয়া ডিবি পুলিশের কথা শুনে তার সন্দেহ হলে তিনি ডাক-চিৎকার দেন।

এ সময় স্থানীয়রা একত্রিত হয়ে তাদের আটক করে বরগুনা থানায় খবর দেন। পরে বরগুনা থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।

সাইফুল ইসরাম মিরাজ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।