এইচএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১১:১৮ এএম, ২৩ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় ভোলায় কুলসুম (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। কুলসুম ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ছোট চর সামাইয়া গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে ও ভেলুমিয়া ইউনিয়নের মানিক মিয়া মডেল কলেজের মানবিক বিভাগের ছাত্রী।

কুলসুমের মা কামরুন নাহার জানান, কুলসুম ভেলুমিয়া মানিক মিয়া মডেল কলেজ থেকে মানবিক বিষয়ে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। দুই বিষয়ে ফেল করায় কুলসুম কারো সঙ্গে গত কয়েকদিন ধরে কথাবার্তা বলছিল না। আজ মঙ্গলবার ভোরে চর সামাইয়া ইউনিয়নের ছোট চর সামাইয়া গ্রামের নিজ বাড়ির সামনের একটি আম গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সকাল ৮টার দিকে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান, কুলসুম তার কলেজ থেকে মানবিক বিষয়ে এইচএসসি পরীক্ষা  দিয়েছিল। সে পরীক্ষায় বাংলা ও আইসিটি বিষয়ে ফেল করায় মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ভোলা সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বশির জানান, এইচএসসি পরীক্ষায় ফেল করায় কুলসুম আত্মহত্যা করেছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।

অমিতাভ অপু/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।