ঝিনাইদহে আউশের বাম্পার ফলনের সম্ভাবনা


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ২৮ আগস্ট ২০১৬

চলতি মৌসুমে ঝিনাইদহের ৬টি উপজেলায় আউশ ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে ধান কাটা শুরু হয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঝিনাইদহে আউশ ধানের চাষ হয়েছে ২৭ হাজার ১৭৫ হেক্টর জমিতে। আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৯ হাজার ২৩০ টন।

চুটলিয়া গ্রামের চাষী রতন বিশ্বাস ও টিটু মিয়া জানান, আউশ ধান উৎপাদনের ক্ষেত্রে জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মো. আকরামুল হক জানান, আউশ ধান একটি সহজলভ্য কৃষি ফসল। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার এ অঞ্চলে আউশের বাম্পার ফলন হবে।

তিনি আরো জানান, এ ধান চাষে কৃষকদের খরচ ও ঝামেলা দুটোই কম। তাছাড়া সরকার আউশ ধান চাষের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সার এবং সেচ ও আগাছা নিড়ানোর জন্য নগদ টাকা কৃষি প্রণোদনা দিয়েছে। এ কারণে প্রতি বছর আউশের চাষ বাড়ছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।