ফুলবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মির্জা জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুতলি ও পাটজাত দ্রব্য পুড়ে ছাই হয়েছে।
রোববার ভোর রাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মির্জা জুটি মিলের ম্যানেজার আব্দুল করিম জানায়, পাটের গোডাউনে থাকা ২৬ হাজার ৪শ মন পাট ও ৫৬৭ মন সুতলি পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।
ফুলবাড়ী ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. মোকারম হোসেন জানান, বিদ্যুৎ এর শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের ২টি ইউনিট সকাল ৭টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার কোটি টাকা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এমদাদুল হক মিলন/ এমএএস