সিসি ক্যামেরার আওতায় আসছে ঝিনাইদহ


প্রকাশিত: ০২:৪৩ এএম, ৩১ আগস্ট ২০১৬

আমরা পুরো ঝিনাইদহ শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার ব্যবস্থা করেছি। শহরের ১৪০টি স্পটে সিসি ক্যামেরা লাগানো হবে। সিসি ক্যামেরা বাবদ ব্যয় ধরা হয়েছে ১৮ থেকে ১৯ লাখ টাকা।

এরই মধ্যে স্পট চিহ্নিত করে ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। জেলা পুলিশের বাস্তবায়নে সিসি ক্যামেরা বসানোর কাজ শিগগিরই শুরু হবে। জানালেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দীন।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জঙ্গিবাদ দমন ও ব্যবসা প্রতিষ্ঠানের কথা ভেবে ঝিনাইদহ শহর সিসি ক্যামেরার আওতায় আসছে। এ নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে।

তিনি আরো বলেন, এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হবে। বিষয়টি নিয়ে র্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।