প্রাণভিক্ষা না চাইলে প্রচলিত আইনে মীর কাসেমের ফাঁসি


প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩১ আগস্ট ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসি যথাসময়ে হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে তার ফাঁসির রায় দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর করা হবে।

মাগুরা জেলার শ্রীপুর ডিগ্রি কলেজ ময়দানে বুধবার মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যে আমেরিকা একদিন বাংলাদেশকে তাচ্ছিল্য করেছে সে দেশই আজ বহির্বিশ্বের দরবারে বাংলাদেশের প্রশংসা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্নীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত হয়েছে।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল, মেজর (অব.) এটিএম এ ওয়াহাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।