বিএনপি ভুলের চোরাবালিতে আটকে গেছে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। তাদের আন্দোলনের ডাকে আর কেউ সাড়া দেয় না।

মাগুরা নোমানী ময়দানে শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বিএনপিকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তা শুধু তারা যে সাম্প্রদায়িক জঙ্গিবাদকে মদদ দেয় সেই জঙ্গিবাদকে নিয়ে। আর সে জঙ্গিবাদ দমন করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষকে নিয়ে জঙ্গিবাদ দমনের কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, জঙ্গিবাদের মত মাদকও আজ আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য অভিভাবকসহ সকলকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে সেতুমন্ত্রী মাগুরা-শ্রীপুর, মাগুরা-মহম্মদপুর, মাগুরা-নড়াইল এবং ঝিনাইদহ থেকে গোয়ালন্দ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের আশ্বাস দেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, এটিএম এ ওয়াহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদের  প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য দেন।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।