ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। বুধবার সন্ধ্যায় পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চরফ্যাশন সড়কের মনিরাম বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত ও ৯ জন আহত হন।

অপর দিকে ইলিশা সড়কে ইজিবাইক দুর্ঘটনায় সজিব নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ভোলা-চরফ্যাশন সড়কে স্থানীয়রা ব্যারিকেট দেয়ায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

অমিতাভ অপু/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।