এসএসসি পরীক্ষা অবরোধমুক্ত রাখতে কিশোরগঞ্জে মানবন্ধন


প্রকাশিত: ১০:২৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

হরতাল ও অবরোধমূক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের কালীবাড়ি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকাল থেকেই কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ কালীবাড়ি সড়কে জমায়েত হতে শুরু করে। পরে বেলা সাড়ে ১১টা থেকে হাতে হাত ধরে তারা মানববন্ধন করে। এ সময় ছাত্র-ছাত্রীদের দাবি করে শান্তিপূর্ণ পরিবেশে যেন পরীক্ষ দিতে পারে।

মানববন্ধনে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ কবীর তার বক্তব্যে বলেন, পরীক্ষার সময় হরতাল-অবরোধ-নৈরাজ্য কাম্য নয়, দলমত নির্বিশেষে সকলের কাছে এটাই আমাদের দাবি ছেলে-মেয়েরা যেন নির্ভয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।