প্রতারণার অভিযোগে আ. লীগ নেতার জেল
দিনাজপুরের পার্বতীপুরে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পৌর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পার্বতীপুর উপজেলা সমিতির সভাপতি ফরহাদুজ্জামান বুলুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, প্রবীন আওয়ামী লীগ নেতা ডা. সুলতান আলীর ছেলে।
পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে খুলনার বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালতে দায়ের করা প্রতারণার মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
থানা পুলিশের উপ-পরিদর্শক হাকিম জানান, গত রোববার খুলনার বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালত থেকে থানায় ফরহাদুজ্জামান বুলুর নামে গ্রেফতারি পরোয়ানা এসে পৌছার পর পরই তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়া হয়। সোমবার সকালে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমএএস/এবিএস