চুরির ভয়ে নিজ ঘরে মরদেহ দাফন


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

চুরির আশঙ্কায় দিনাজপুরে বজ্রপাতে নিহত এক ব্যক্তির মরদেহ নিজ ঘরে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বাজার এলাকায়।

গত সোমবার দুপুরে বজ্রপাতে রুদ্রানী ভেড়ম গ্রামের সজিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন নিহত হন। নিহতের বাবা সজিম উদ্দিন ও বড় ভাই নুরুজ্জামান মরদেহ চুরি হওয়ার আশঙ্কায় শোবার ঘরে দাফন করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।  

phulbari-dinajpur নিহত সাদ্দাম হোসেনের বড় ভাই নুরুজ্জামান জানান, ব্জ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ নাকি অতি মূল্যবান। বিভিন্ন এলাকায় ব্জ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ চুরি হওয়ার খবর তিনি শুনেছেন। সে কারণে তার ছোট ভাই সাদ্দাম হোসেনের মরদেহ নিজেদের শোবার ঘরে দাফন করেন।

কিন্তু সাদ্দাম হোসেনের বাবা সজিম উদ্দিন বলেন, ‘ছেলের মৃত্যুতে আমার কলিজায় আঘাত লেগেছে, তাই আমি ছেলের কবরটি আমার সামনে রাখার জন্য এই কাজ করেছি।’

স্থানীয় চেয়ারম্যান মানিক রতন বিষয়টি নিশ্চিত করে জানান, কুসংস্কারের বশবতী হয়ে সাদ্দামের পরিবারের সদস্যরা এ কাজ করেছে।
 
উল্লেখ্য, ব্জ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ অতি মূল্যবান বলে সমাজে এক ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। এজন্য অনেকেই ব্জ্রপাতে নিহত ব্যক্তির কবর পাহারা দিয়ে থাকেন। এ কারণেই সাদ্দাম হোসেনের স্বজনরা তার মরদেহ নিজ শোবার ঘরে দাফন করে।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।