বখাটের ব্লেডের আঘাতে স্কুলছাত্রী আহত


প্রকাশিত: ০৬:১৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটের ব্লেডের আঘাতে মোছা. রানী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত ওই ছাত্রীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পরিবার।

বৃহস্পতিবার সকাল ৭টায় পৌর বাজার সংলগ্ন নবীন সাহার নির্মাণাধীন ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
 
মোছা. রানী আক্তার বীরগঞ্জ পৌর শহরের ঈদগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের মেয়ে এবং বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

রানী আক্তারের বাবা মো. আব্দুর রশিদ জানান, রানী সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পৌর বাজার সংলগ্ন নবীন সাহার নির্মাণাধীন ভবন এলাকায় এক বখাটে তার গতিরোধ করে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে পৌর শহরের পরিছন্নতাকারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান পিন্নু জানান, ঘটনায় ছাত্রীটি বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।

বীরগঞ্জ পৌর সভার কাউনসিলর মো. মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।