চিরিরবন্দর বিএনপির যুগ্ম-সম্পাদক রেজা গ্রেফতার


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরের চিরিরবন্দরে একাধিক নাশকতা মামলার আসামি উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও যুবদলের সভাপতি রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আমতলী বাজারের কেয়া পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ২০১৪ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের সময় আমতলী নাড়িয়া বাজারে গাড়ি পোড়ানোসহ ছয় থেকে সাতটি নাশকতা মামলার আসামি রেজাউল করিম রেজা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমতলী বাজারের কেয়া পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে  গ্রেফতার করা হয়।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।