হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

হবিগঞ্জে হরতালের প্রথম দিন হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক ৩টি মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার শহরের পোদ্দার বাড়িতে ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সোমবার সকালে সদর মডেল থানা পুলিশের এসআই ওয়াহেদ গাজী বাদী হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, এম এ মন্নানসহ ৩৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া শহরের কোর্টস্টেশন এলাকায় ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় সদর মডেল থানার এসআই ইব্রাহিম বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে অপর একটি মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও নাশতকার অভিযোগে চুনারুঘাটে বিএনপির ৩১ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন এসআই জাহিদ।

সহকারী পুলিশ সুপার সাজ্জাত ইবনে রায়হান জানান, পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।