মাগুরাতেই বায়েজিদের মতো আরেক ‘বৃদ্ধ শিশু’


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

মাগুরায় জাহান নামে একটি বেসরকারি ক্লিনিকে অস্বাভাবিক শারীরিক গঠনের এক শিশুর জন্ম হয়েছে। শালিখা উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল পাত্র বিকৃত চেহারার এ শিশুটির জন্ম দেন।

শিশুটির শরীরের কিছু অংশ প্রোজেরিয়া আক্রান্ত রোগীদের মতো হলেও পিঠে ঘন রোমশ ভর্তি ও ভিন্ন আকৃতির অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে। বিষয়টি স্থানীয় জনসাধারণের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমানে মা ও ছেলে সুস্থ আছেন।

শিশুটির বাবা বিশ্বজিৎ পাত্র জাগো নিউজকে বলেন, স্থানীয় চিকিৎসকরা রোগের কারণ অনুসন্ধান করতে পারলেও তিনি পেশায় কৃষক হওয়ায় আদরের ধনকে বড় কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে পারছেন না। শিশুটির চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।

মা পারুল পাত্র জাগো নিউজকে বলেন, শিশুটির ওজন ২ কেজি। জন্মের পর শিশুটির বিকৃত চেহারা দেখে ভয়ে কেউ কাছে না আসতে চাইলেও বর্তমানে পরম আদর যত্নে তার (মায়ের) কোলে বড় হচ্ছে শিশু অর্পন পাত্র।

অর্পন পাত্রের প্রতিবেশীরা জাগো নিউজকে বলেন, গৃহবধূ পারুল পাত্রের ৫ বছর বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। কন্যার চেহারা মায়ের মতোই সুন্দর ও স্বাভাবিক। তবে নবজাতক সন্তানটি বৃদ্ধের মতো ভিন্ন চেহারা নিয়ে জন্মেছে। শিশুটির বাবারও এমন চেহারা ছিল যা ক্রমান্বয়ে স্বাভাবিক  হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জয়ন্ত কুমার কুন্ডু জাগো নিউজকে বলেন, নানা ধরনের জেনেটিক সমস্যায় এমন হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে প্রোজেরিয়া বলে। এ রোগের চিকিৎসা থাকলেও তা জটিল, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

আরাফাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।