সাতক্ষীরায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরায় চাঞ্চল্যকর আনোয়ারুল হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন, একজনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতে বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার দেবনগর গ্রামের রাশেদুল ইসলাম রাশেদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, নুর ইসলাম, আবদুল মোতালেব এবং কামরুল ইসলাম। একই সঙ্গে আবু তালেব ও আশারতকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১১ জুলাই বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর স্কুল মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনোয়ারুল ইসলাম নামে এক যুবক খুন হন। এ ঘটনায় নিহতের মামা ইয়াসিন আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি জানান, আনোয়ারুল খেলা দেখে বাড়ি ফেরার পথে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা গলায় ছুরি চালিয়ে হত্যা করে। আদালত ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে এ রায় দেন।

আকরামুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।