ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের আরো সতর্ক হতে হবে


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

হাইকোর্টের বিচারপতি ড. কাজী রেজাউল হক বলেছেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আরো সজাগ ও সতর্ক হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাগুরা জেলা ও দায়রা জজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল, অ্যাড. কামাল হোসেন পিপি প্রমুখ।   

বিচারপতি বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল আইন। আইনকে ওভারটেক করা যাবে না। জনগণের স্বার্থ দেখতে হবে। সব দিক বিবেচনা করেই বিচার কাজ পরিচালনা করতে হবে।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচার নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেভাবে দায়িত্ব পালন করতে হবে। বিচারপতি বলেন, আমাদের অনেক বিচারক ও আমলা এখনো ইংরেজ আমলের মানসিকতা পোষণ ও আচরণ করেন, যা বদলাতে হবে। জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।

মাগুরার জর্জশিপের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনজীবী, সাংবাদিক প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মাগুরা জেলা আইনজীবী সমিতি এই সভার আয়োজন করে।  

আরাফাত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।