সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলেকে অপহরণ


প্রকাশিত: ০৫:৪২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী এলাকার হেতালবুনিয়া খাল থেকে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু নোয়া মিয়া বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
 
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের সফিকুল গাজীর ছেলে রিপন, জিয়াদ গাজীর ছেলে হবি, আজিজ ঢালীর ছেলে আব্দুল গনি, টেনা গাজীর ছেলে আব্দুল কুদ্দুস ও হানিফ গাজীর ছেলে আনিছুরসহ আরো একজন।
 
বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা শোয়ায়েব খান অপহরণের বিষয়টি তার জানা নেই বলে জাগো নিউজকে জানান।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।