হত-দরিদ্রদের চাল বাজারে বিক্রির সময় গ্রেফতার ২
দিনাজপুরের বীরগঞ্জে স্বল্পমূল্যের হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বাজারে বিক্রির অভিযোগে বিক্রেতা ও ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন তাদের সেনপাড়া গ্রামের এক মুদি ব্যবসায়ীর দোকান থেকে চালসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন বীরগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শরৎচন্দ্র রায়ের ছেলে ডিলার কামিনী রায় (৫০), বিক্রেতা রুস্তম আলী (৪৫)।
ঘটনার অপর দুই আসামি ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বাজার এলাকার ৯নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির ও ৭নং ওয়ার্ড সদস্য ননী গোপাল (৪০) পলাতক।
উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজার এলাকায় সরকারের বরাদ্দকৃত হত-দরিদ্রদের জন্য স্বল্পমূল্যের চাল বাজারের মুদি ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে মো. রুস্তম আলী বিক্রি করছিল। এসময় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকার্তা মোহাম্মদ আলম হোসেনকে অবগত করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার রাত ৮টায় বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪ বস্তা চাল আটক করে। এসময় চাল বিক্রির দায়ে ডিলার কামিনী রায় ও বিক্রেতা রুস্তম আলীকে ধরে থানায় নেয়া হয়।
রাত ১২টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে আটক দুজন ও পলাতক দুজন ওয়ার্ড সদস্যকে আসামি করে বীরগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং-৩, তারিখ- ০৪/১০/১৬ইং।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে পাঠানো হবে। পলাতক আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি