মাগুরায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৬ অক্টোবর ২০১৬

দূরপাল্লার গাড়িতে টিকিটবিহীন যাত্রী উঠানো বন্ধ ও টার্মিনাল এলাকা থেকে মাইক্রোবাস-প্রাইভেট কারে যাত্রী তোলা বন্ধের দাবিতে মাগুরায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি। সকল রুটের দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো বন্ধ রয়েছে। ফলে কাউন্টারে আসা যাত্রীরা পড়েছেন চরম অসুবিধায়।

বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে টার্মিনাল কর্তৃপক্ষ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলছে।

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মাগুরা পৌর এলাকা দিয়ে চলাচল করা পরিবহন দালাল চক্রের কারণে টার্মিনাল ব্যবহার না করে টিকিটবিহীন যাত্রী উঠানো নামানোসহ বহন করছে।

এছাড়া কেন্দ্রীয় টার্মিনাল এলাকা থেকে বিভিন্ন মাইক্রো প্রাইভেট কারে যাত্রীরা ঢাকায় যাওয়া আসা করছে। এতে অনেক সময় যাত্রীরাও সন্ত্রাসী হামলার শিকার হয়ে মালামাল হারাচ্ছেন।

অন্যদিকে কাউন্টারগুলো প্রতিনিয়ত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও কোনো সুফল না আসায় তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

আরাফাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।