বাল্যবিয়ে দেয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড
দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মো. আফজাল হোসেন (৪৩) নামে এক ইউপি সদস্যকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মেম্বার আফজাল বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম গ্রামের মৃত কছিমুদ্দিন ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান জানান, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের সেল চন্দ্র রায়ের মেয়ে ও নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে চন্দ্র রায়ের (১৯) বিয়ের প্রস্তুতি চলছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে সবাই পালিয়ে যায়। কিন্তু মেম্বার আফজাল হোসেনকে আটক করে খানসামা থানা পুলিশ।
খানসামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সঙ্গীয় ফোর্সসহ ভেড়ভেড়ী গ্রামে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে আটক করা হয়।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর