বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেলের সাবেক সহকারী পরিচালক মো. হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে একই পদে গাজীপুর সার্কেলে কর্মরত আছেন।

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির রেজিস্ট্রেশন ছাড়পত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামির বাবার নাম আব্দুল গফুর এবং বাসার ঠিকানা ৪৩ উত্তরা, (সেক্টর ১৪) ঢাকা উল্লেখ করা হয়েছে।

বি.এম খোরশেদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।