দৌলতপুরে ২৭ জেলের দণ্ড


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে ২১ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ছয়জনের অর্থদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শফিউর রহমান বুধবার দুপুরে এই রায় দেন। অভিযানের সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মাছ আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে যমুনা নদী থেকে নিষেধাজ্ঞা অম্যান্য করে মাছ ধরার সময় চাঁন মিয়া (৩২), আনিস (৩৫), সাখাওয়াত (৩৮), আ. রহিম (৩৫), আলমগীর হোসেন (৩৮), দেলোয়ার হোসেন (৩৮), মোন্নাফ মোল্লা (৩৫), আনছার আলী (৪৫), জয়নাল মন্ডল (৩৮), শফিকুল ইসলাম (২৮), আ. রাজ্জাক (৩২), শহীদুল ইসলাম (৩১), রওশন ফকির (৩৮),শরিফ মন্ডল (৩৫), নান্নু মিয়া (৩৮), মনিরুল ইসলাম (৩৫), মতিয়ার রহমান (৩১), কুতুব উদ্দিন (৩৫), আরিফ হোসেন (৪৫), সিরাজুল ইসলাম (৩৮) ও নজরুল ইসলামকে (৩৫) এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আটক আরো ছয়জনকে বয়সজনিত কারণে বিশেষ বিবেচনায় অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান।

এ সময় জব্দকৃত ৫০ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
 
বি.এম খোরশেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।