ভারতের রাষ্ট্রপতির ছেলেকে মানিকগঞ্জে সংবর্ধনা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২১ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিলে অতিথি হিসেবে আগত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে ও লোকসভার সংসদ সদস্য অভিজিৎ মুখার্জীকে মানিকগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউজে অভিজিৎ মুখার্জী এবং রাজ্যসভার সংসদ সদস্য প্রদীব ভট্টাচার্যকে এ সংবর্ধনা দেয়া হয়।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সুভাষ সরকারের আমন্ত্রণে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ সার্কিট হাউজে পৌঁছেন এই দুই অতিথি। এরপর জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র-কাউন্সিলরগণ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম ও জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খানসহ ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় তাৎক্ষণিক বক্তব্যে রাজ্যসভার সংসদ সদস্য প্রদীব ভট্টাচার্য বলেন, দশ বছরে বাংলাদেশে অর্থনৈতিক আমূল পরিবর্তন হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকলে দেশে দারিদ্র্যের হার কমবে ও দেশের মানুষও শান্তিতে থাকবে।

ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের মতো ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।