অবশেষে সংস্কার হলো আশাশুনির সেই সেতুটি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর উপর দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকা বেইলি সেতুটি অবশেষে সংস্কার করা হয়েছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে সেতুটির স্টিলের পাতগুলো পরিবর্তন করা হয়।
রোববার বেলা ১১টায় সংস্কার করা সেতুটি উদ্বোধন করেন আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আফম রুহুল হক।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নৌবাহিনীর ক্যাপ্টেন আব্দুল লতিফ, আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোজাফফর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা ও আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় মুজিবর রহমান জাগো নিউজকে বলেন, এই ব্রিজটি আশাশুনি উপজেলার লাখো মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। অথচ ব্রিজটি এতটাই জরাজীর্ণ ছিল যে উপজেলা সদরের সঙ্গে সর্বসাধারণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশেষে দীর্ঘদিনের প্রতিক্ষীত সেতুটির সংস্কার হলো। এসময় তিনি রুহুল হক এমপিসহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আকরামুল ইসলাম/এফএ/এমএস