সাতক্ষীরার ১৬টি কেন্দ্রের ভোটগ্রহণ সোমবার
সাতক্ষীরায় পুনঃভোট গ্রহণ ও উপনির্বাচন শান্তিপূর্ণসহ যে কোন ধরনের সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৫টি উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি স্থগিত হওয়া ভোট কেন্দ্রে সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিগত ইউপি নির্বাচনে সহিংসতা ও কারচুপির অভিযোগে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে এর মধ্যে দুটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গাংনিয়া সিনিয়র মাদরাসা ও ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, অভয়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শাকদহা দাখিল মাদরাসা এবং কেরালকাতা ইউনিনের বালিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এছাড়া রয়েছে, শ্যামনগর উপজেলার কখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শৈলখালী এম ইউ দাখিল মাদরাসা কেন্দ্র।
এদিকে সম-সংখ্যাক ভোট পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালী ৪নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক ভোট কেন্দ্রে ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের এক ওয়ার্ড সদস্যের মৃত্যু হওয়ায় কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচন নিরপেক্ষ করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
গত ২২ মার্চ প্রথম ধাপে সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আকরামুল ইসলাম/এএম/পিআর